ভূয়া ডিবি পুলিশ আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শনিবার সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় জনৈক আব্দুল খালেক মিয়া(৬৫) পিতা-মৃত ইসমাইল মিয়া,সাং-কদমচাল, থানা – অষ্টগ্রাম,জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-বাইপাস ফিজা কোম্পানীর বাসা, লামাহাজরাই, মোল্লারগাঁও, থানা -দক্ষিণ সুরমা, জেলা- সিলেট এর বাসায় ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে শহিদুল ইসলাম শহিদ (৪১) পিতা -আব্দুল হাসিম, মাতা-তৈমুন নেছা, সাং -সোনাতলা, থানা -জালালাবাদ, জেলা-সিলেট ঘরে তল্লাশি শুরু করে এবং টাকা চায়। তল্লাশির এক পর্যায়ে ঘরের মালিক আব্দুল খালেক মিয়া শহিদুল ইসলাম শহিদকে তল্লাশির কারন জিজ্ঞাসা করলে, সে নিজেকে ডিবি পুলিশের ইনফরমেশন অফিসার বলে দাবী করে। তার ঘর তল্লাশি শেষে ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী শহিদুল ইসলাম শহিদ রাস্তায় এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কবির মিয়া (২৪) পিতা-মৃত কলমদর আলী, সাং-নোয়াগাঁও, থানা-জালালাবাদ, জেলা – সিলেট এর সিএনজি থামায়। অতঃপর সিএনজি দাঁড় করে প্লাষ্টিক ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী (৪০) পিতা-মৃত এনামুল হক, সাং-আমনুড়া, থানা-চাপাই নবাবগঞ্জ সদর, জেলা -চাপাই নবাবগঞ্জ, বর্তমানে -আব্দুর রহমান এর কলোনী, খোজারখলা, থানা -দক্ষিণ সুরমা, জেলা -সিলেট এর নিকট হতে বিভিন্ন প্লাষ্টিকের সামগ্রী হাতে নিয়ে ডিবি পুলিশ পরিচয় প্রদান করে টাকা না দিয়ে চলে যেতে চায়। তখন প্লাষ্টিক ব্যবসায়ী তার মালামালের টাকার জন্য চিৎকার শুরু করলে, তাৎক্ষণিক আব্দুল খালেক মিয়া, আশ-পাশের স্থানীয় লোকজন সহ দক্ষিণ সুরমা থানা পুলিশ কৌশলে তাকে আটক করে ও হেফাজতে নেয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।


বিজ্ঞাপন