মামুন মোল্লা, খুলনা : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১০ জুন, (বৃহস্পতিবার) সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণভবন থেকে খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
একই সাথে তিনি খুলনাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নবনির্মিত ৫০টি মডেল মসজিদের উদ্বোধন ঘোষণা করেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে নবনির্মিত জেলা মডেল মসজিদ প্রান্ত থেকে যুক্ত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক; বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন; খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা; খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন (বিপিএম-বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); পুলিশ সুপার (খুলনা জেলা) মোহাম্মদ মাহবুব হাসান; জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ; মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মডেল মসজিদে নারী ও পুরুষের নামাজ আদায় ছাড়াও থাকছে ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, লাইব্রেরি, অর্টিজম কর্ণার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, পর্যটকদের আবাসন, হজ্জ যাত্রীদের নিবন্ধনসহ অন্যান্য সুবিধা পাবে।