জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ

মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী : বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষ্যে ভার্চূয়াল আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি এবং তারই অংশ হিসেবে ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপি।
আজ শনিবার দুপুরে জেলা, উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম।
এছাড়াও সরিষাবাড়ী উপজেলা দলীয় কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আঃ আওয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক সরিষাবাড়ী পৌরসভার মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, সদস্য সচিব রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক সাইদুল হাসান শিপন, সাধারণ সম্পাদক, সাবেক ভিপি ও পৌর কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপল, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আলম, সদস্য সচিব জাকারিয়া ইসলাম মিনহাজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলীম সবুজ, সদস্য সচিব মানিক মিয়া প্রমুখ। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন