লকডাউন বাস্তবায়ন সংক্রান্তে মতবিনিময় সভা

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : রবিবার কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয়ের সভাপতিত্বে সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে কোভিড-১৯ প্রতিরোধেকল্পে ও লকডাউন বাস্তবায়ন সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

উক্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার খুলনা মহানগরের অভ্যন্তরে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রী সাধারণ উভয়ের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যানবাহনের ধারণ ক্ষমতার ৫০ ভাগ যাত্রী পরিবহন করার নির্দেশনা দেন।

এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বপ্রাপ্তদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ কেএমপি’র বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ।