নিজস্ব প্রতিবেদক : সবুজ-শ্যামল বাংলাকে আরো সবুজ করতে প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে এমন পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে অন্তত তিনটা করে গাছ লাগাবেন। একটা ফলজ, একটা বনজ, একটা ভেষজ- এই তিন ধরনের গাছ লাগাবেন। তাহলে আমাদের সবুজ ও শ্যামল বাংলাদেশ আরো শ্যামল হবে, আরো সুন্দর হবে।
পরে প্রধানমন্ত্রী গণভবন চত্বরে কুল, বরই এবং পলাশ—এই তিন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উল্লেখ্য, প্রতিবছর বৃক্ষরোপণের মধ্য দিয়ে বর্ষার আগমনীকে বরণ করে নেয় কৃষকলীগ। করোনার মধ্যে এবারো ব্যতিক্রম হয়নি।
প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কৃষকলীগের এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।