আজকের দেশ রিপোর্ট : ১৯৫২ সালের রাষ্ট্র ভাষা দাবির আন্দোলনে প্রধান ভূমিকা রেখেছিলো সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ।
১৯৫৩ সালে বর্ষপূর্তি উপলক্ষে ফেব্রুয়ারির শুরু থেকে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিষ্ঠানে রাষ্ট্রভাষা দিবস পালন হতে থাকে, সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদও নানান কর্মসূচি পালন করতে থাকে।
শহীদদের স্মৃতি চির-অমর করে রাখার প্রত্যয়ে ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ ১১ মার্চ জনসাধারণের কাছে ব্যাজ বিক্রয় করে এবং সন্ধ্যায় বার লাইব্রেরি হলে এক আলোচনা সভার আয়োজন করে।
সে সভায় অন্যান্য নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য প্রদান করেন। এ-বিষয়ক সংবাদ ১২ মার্চ দৈনিক আজাদ’-এ প্রকাশ পায়।