মানব পাচার মামলার ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : কাঁঠালিয়া (ঝালকাঠি) থানার মামলা নং ০৪, তাং০৯/৫/২০২১খ্রিঃ, ধারা-মানব পাচার প্রতিরোধ আইন ২০১২ এর ১০/১১ ধারার এজাহার নামীয় আসামী প্রদীপ কুমার (৩২), পিতা মৃত রমনী বালা, সাং-উত্তর আমুয়া, থানা-কাঁঠালিয়া জেলা-ঝালকাঠিকে ১৫/৬/২০২১খ্রিঃ অনুমান ১৪.০০ ঘটিকার সময় বরিশাল বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে উক্ত মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক মোঃ আবু মুছা খন্দকার, সিআইডি ঝালকাঠি জেলা সংগীয় অফিসার ফোর্সসহ গ্রেফতার করেন। আসামীর দেখানো মতে তার সঙ্গে থাকা ভিকটিম বিপাশা রানী সাধক, সাং-পশ্চিম চেচরি,থানা-কাঁঠালিয়া, জেলা-ঝালকাঠিকে উদ্ধার করেন। উক্ত আসামী প্রদীপ কুমার বিগত ০২/৪/২০২১ খ্রিঃ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় ভিকটিমকে ফুসলাইয়া প্রতারনা করে বাদীনির আলমারিতে থাকা ০৪ (চার) ভরি স্বর্নালংকার এবং ০৭ (সাত) লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র লইয়া আসামী ভিকটিমকে নিয়া ভারতে চলে যায়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ এবং ভিকটিমের সিআরপিসি ১৬৪ ধারা মতে জবানবন্দি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডের জন্য আদালতে প্রেরন করা হচ্ছে।


বিজ্ঞাপন