টেকনাফে ৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ উপজেলাস্থ জালিয়াপাড়া এলাকার (কুলালপাড়া নামক স্থানে) স্থানীয় আব্দুল হকের বাড়ীতে ইয়াবার একটি বড় চালান লুকায়িত অবস্থায় রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৫ জুন ২০২১ তারিখ রাতে আনুমানিক ২২৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর হতে একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ সন্দেহভাজন আব্দুল হকের বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশী অভিযান পরিচালনাকালে বাড়ীতে অবস্থানরত একজন রোহিঙ্গা শরণার্থী – মোঃ আয়াছ (২১), পিতা-মোঃ ইলিয়াছ (৬০), রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (জামতলী), উখিয়া-কে তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়। বর্ণিত রোহিঙ্গা নাগরিক উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হতে পাচারের উদ্দেশ্যে আব্দুল হকের বাড়ী হতে ইয়াবার চালান সংগ্রহ করার জন্য আসে। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে আব্দুল হকের বাড়ীর অভ্যন্তরে বিছানার নিচের স্থান এবং আলমারির ভিতর হতে ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।


বিজ্ঞাপন