নেশা জাতীয় পানীয় পান করে আদিবাসী বৃদ্ধের মৃত্যু

অপরাধ

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৭ জুন) নেশা জাতীয় পানীয় পান করে চরণ পাহান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন

চরণ পাহান উপজেলার নেকমরদ পশ্চিম ঘনশ্যামপুর গ্রামের মৃত রমেশ পাহানের ছেলে। গতকাল রাতে তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত চরণ পাহান গতকাল রাতে নেশা জাতীয় পানীয় পান করে অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবারের লোকজন রাতেই রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপস্থিত কর্তব্যরত ডাক্টার তাকে মৃত ঘোষনা করেন।

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম বলেন, রুগিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। পরে পরিবারের লোক লাশ নিয়ে বাড়িতে ফিরে যায়।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানা হেফাজতে নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে মৃতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানায়। এ নিযে রাণীশংকৈল খানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের রিপোর্ট এলেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।