রাণীশংকৈলে মুজিববর্ষে ঘর পাচ্ছে ২৯৬ জন ভূমিহীন-গৃহহীন পরিবার

সারাদেশ

সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছে ২৯৬ জন ভূমিহীন-গৃহহীন পরিবার।


বিজ্ঞাপন

মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে শুক্রবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, দ্বিতীয় ধাপে রানীশংকৈল উপজেলায় ২৯৬টি ঘরের মধ্যে ধর্মগড়- কাশিপুর ৩৪ টি, নেকমরদ- রাতোর ইউনিয়নে ৪৬ টি, হোসেনগাঁও- নন্দুয়ার ৯৩ টি, লেহেম্বা ২৩ টি, বাচোর ১০০ টি।

জেলা প্রশাসকের তথ্য মতে, দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলায় বরাদ্ধ প্রাপ্ত গৃহের সংখ্যা ২ হাজার ২শ ৯৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৩০০টি, পীরগঞ্জ উপজেলায় ৫০০টি, রানীশংকৈল উপজেলায় ২৯৬টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮০০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি।

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় উদ্বোধন যোগ্য ১৮শ ৫টি ঘরের উদ্বোধন করবেন। এর মধ্যে সদর উপজেলায় ১০০টি, পীরগঞ্জ উপজেলায় ৪৮০টি, রানীশংকৈল উপজেলায় ২৭৫টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি।

এরই অংশ হিসাবে রাণীশংকৈল উপজেলায় ২৯৬ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর প্রদানের লক্ষে ৪০ জনকে দলিলসহ ঘর হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার।

ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, প্রেসক্লাব অন্যতম সদস্য আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কুসমত আলী ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

প্রসঙ্গতঃ এর আগে প্রথম পর্যায়ে ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৩টি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।