প্রধানমন্ত্রীর উপহারের ৮টি গৃহহীন ও ভুমিহীন পরিবার পেল জমি সহ নতুন বাড়ি

সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি : ‘দেশে গৃহহীন থাকবে না’-এর আওতায় দ্বিতীয় পর্যায়ে বিনামূল্যে জমিসহ ৫৩ হাজার ৩ শত ৪০ জন গৃহহীন ও ভুমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পেলেন। গনভবন থেকে ভার্চুয়ালে এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাদেশের ন্যায় অভয়নগরে গতকাল রবিবার সকালে উপজেলা সভাকক্ষে ২য় পর্যায়ে বিনামূল্যে ৮টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমিসহ বাড়ি বিতরণ কার্যক্রমে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এসিল্যান্ড (ভুমি) কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, ভাইস-চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া ইন্সিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। এসময় ৮টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমিসহ নতুন বাড়ি বিতরণ করা হয়। নতুন ঘর পেলেন গৃহহীন ও ভুমিহীন পরিবার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের লাভলু মোল্যা, আজিজুর মোড়ল, ইমদাদুল হক, রেক্্রনা বেগম, ফারুক মোল্যা, মোঃ জয়নাল, হাবি সরদার, শাহ আলমসহ প্রমুখ।


বিজ্ঞাপন