নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার মোবাইলটি এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে আমি চিন্তিত নই। শুনেছি, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও নাকি মোবাইল চুরি হয়।
মঙ্গলবার এনইসি সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মোবাইল চুরি হওয়ায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কী? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোবাইল চুরি হওয়া একটা দুর্ঘটনা মাত্র। এর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জড়ানো ঠিক হবে না। সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।
তিনি আরো বলেন, আমি সংশ্লিষ্টদের মাধ্যমে জেনেছি যে মোবাইলটি নিয়েছে তিনি মোবাইলটি চালু করেননি। মোবাইল চালু না করলে কিভাবে উদ্ধার করবো। মোবাইলটি চালু করলেই পাওয়া যেতো।
উল্লেখ্য, রোববার (৩০ মে) অফিসের কাজ সেরে বাসায় ফিরছিলেন মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রীর গাড়িটি বিজয় সরণির ট্রাফিক সিগন্যাল এসে দাঁড়াালে তিনি নিজের ব্যবহৃত মোবাইলে (আইফোন) কথা বলছিলেন। তবে এ সময় গাড়ির জানালা খোলা ছিল। তখনই এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইলটি ‘ছোঁ’ মেরে কেড়ে নিয়ে পালিয়ে যায়।
পরে একই দিনে ডিএমপির কাফরুল থানায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী একটি মামলা করেন।