নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় শিকাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক হিমাগার (মহিষের মাংস,আমদানিকৃত মাছ, বিভিন্নধরনের ফল,সবজি,মসলা ও অন্যান্য) পরিদর্শন করেন।পরিদর্শনকালে হিমাগারে সংরক্ষিত ৫১টি আমদানিকারক প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের ডকুমেন্টশনে অনিয়ম, খাদ্যকর্মীদের ব্যক্তিগত সাস্থ্য সুরক্ষায় উদাসীনতা ও হিমাগারের অভ্যন্তরীণ দুর্বল সংরক্ষণ ব্যবস্থাপনাসহ অন্যান্য ত্রুটি লক্ষ্য করা যায়। মনিটরিং টিম, হিমাগার কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং অতি দ্রুত তা সংশোধনের আহবান জানান।এসময় মনিটরিং অফিসার এম ইমরান হোসেন মোল্লা ও মনিটরিং অফিসার মোঃ আসলাম উদ্দীন উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন