করোনা সংক্রমণ প্রতিরোধে নড়াইল ডিসির হট লাইন নম্বর

সারাদেশ

নড়াইল প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এক ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছেন। ঘরে বসেই হটলাইন নম্বর থেকে সেবা নিতে এ উদ্যোগ গ্রহণ নেয়া হয়েছে।


বিজ্ঞাপন

সম্প্রতি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার করা হয়।

নিম্নে বিজ্ঞপ্তির হুবহু তথ্য তুলে ধরা হলো
হটলাইন নম্বর সমূহ অবহিতকরণ :
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে তথ্য আদান প্রদান এবং সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিসহ জরুরি খাদ্য সেবার জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হটলাইন নম্বর সমূহ নিম্নে দেয়া হলো:
০১। জেলা প্রশাসকের কার্যালয়ের টেলিফোন -০৪৮১-৬২৪০১, মোবাইল ফোন-০১৩০৫-২০৪০২২।
০২। সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের মোবাইল ফোন-০১৭৩৩-০৭৪৩৫৯।
০৩। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের- মোবাইল ফোন-০১৯১৪-৩৪৩১৬৭।
০৪। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের- মোবাইল ফোন-০১৯৮০-৪৪৯৮২৭।

সুস্থ্য থাকতে ও বাঁচতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সরকার ঘোষিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরেই থাকুন, প্রয়োজনে উপরোল্লেখিত হটলাইন নম্বরে যোগাযোগ করুন