মৌসুমির তুলনায় একমাত্র মৌসুমি এবং তিনি তাঁকেই ছাড়িয়েছেন!

বিনোদন

বিনোদন প্রতিবেদক : সাধনায় সিদ্ধি লাভ, এটার মর্মার্থ যেন তিনি নিষ্কণ্টক ভাবে প্রমাণ করেছেন। এ যেন এক তীর্থের মনিষী! পোস্টকৃত স্থিরচিত্রে উল্লিখিত বিষয়গুলো যেন তা দিবালোকের ন্যায় পরিস্ফুটিত অনেক বছর আগে থেকেই।
বলছিলাম ঢালিউডের রত্নকন্যা মৌসুমীর বর্ণিল ক্যারিয়ারে তাঁরই ভাবনার প্রতিফলন সুচারুভাবে প্রতিষ্টান স্বরূপ গড়ে তোলার প্রসঙ্গে।
কবরীর মত নয়, তার আদলে রোমান্টিক সিনেমায় মৌসুমী অনবদ্য এবং তা ক্লাসিক রোমান্টিক সিনেমার অনন্যতম নজির।


বিজ্ঞাপন

কেয়ামত থেকে কেয়ামত
অন্তরে অন্তরে , প্রথম প্রেম বা
বৃষ্টি ভেজা আকাশ, দোলা,লজ্জা সহ আরো।
শাবানার নিজের ধারা তার নিজেরই কাছে, তবে মৌসুমীও চেয়েছেন নিজেকে মেলে ধরতে সামজিক ধারার সিনেমায়….
সুখের ঘরে দুঃখের আগুন
গরীবের রানী, কষ্ট, দেন মোহর, একবুক জ্বালা,বাংলার বউ, আত্ন অহংকার বা
অন্ধ ভালবাসা সহ অনেক।
ববিতার মত নয়,তবে উপচেপড়া গ্লামার নিয়ে মৌসুমীর সিনেমা আছে, বিশ্ব প্রেমিক, স্বজন, হারানো প্রেম, প্রজাপতি,
ফাসির আসামী বা
তুমি সুন্দর সহ অগনিত
এচাড়াও, লেডি এ্যাকশান, বাঘিনী কন্যা, আমার প্রতিজ্ঞা, বিদ্রোহী বধূ, সহ আরও। প্রতিবাদী নারী মৌসুমী, বিপদজনক, চাই ক্ষমতা,মিস ডায়না, মেহের নিগার,স্ত্রী কেন শত্রু, লুটতরাজ সহ অসংখ্য।
সচেতনতা বা সংস্কার নারী, মেঘলা আকাশ, কখনো মেঘ কখনো বৃষ্টি, বাপের টাকা সহ আরো।
নির্মম নিষ্ঠুরতার বলি, বাঘের থাবা, দজ্জাল শ্বাশুড়ি, মোল্লাবাড়ীর বউ,মাতৃত্ব, ইতিহাস, খায়রূন সুন্দরী সহ অসংখ্য।
সাহিত্য নির্ভর মৌসুমী— একজন সঙ্গে ছিল,বিন্দুর ছেলে,আজ গায়ে হলুদ বা দেবদাস সহ আরো।

ক্লাসিক, কালজয়ী, যুগশ্রষ্ঠা,ট্রাজিক বা অমর সব বৈচিত্র্যময় চরিত্র ধারন করে মৌসুমী নিজেকে প্রতিনিয়ত ভেঙ্গে গড়ে এক মহীরূহে পরিনত করেছেন, যা ঢালিউডের একটা অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্টানতুল্য।