রুবিনাকে পরিবারের হাতে তুলে দিতে সহযোগিতা চাইলেন ডিএমপি নারী পুলিশ

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : পরিবারের কাছ থেকে হারিয়ে যাওয়া রুবিনা, বয়স আনুমানিক ১৮ বছর। তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে আপ্রাণ চেষ্টা করছেন ‘ওমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন’ সেন্টার’ (ডিএমপি নারী পুলিশ)। এজন্য তারা দেশোবাসীর সহযোগিতা কামনা করেছেন।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১ টায় ‘ওমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন’ তাদের নিজস্ব ফেসবুক পেজে সবার সহযোগিতা কামনা করে একটি পোস্ট শেয়ার করেন।

ওমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন’ সূত্রে জানা যায়, কমলাপুর রেল স্টেশন এলাকায় ফুটওভার ব্রিজ থেকে ভিকটিমকে উদ্ধার করে সবুজবাগ থানা । মেয়েটি কথা বলতে পারলেও থানা পুলিশের কাছে কোন তথ্য দেয়নি। থানা কর্তৃপক্ষ মেয়েটিকে নিরাপদ হেফাজতে রাখার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে।

জানা যায়, ভিকটিম সাপোর্ট সেন্টারে দায়িত্বরত নারী পুলিশ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণ ও অক্লান্ত চেষ্টায় জানা যায় মেয়েটির নাম রুবিনা, বাবার নাম রুবেল শেখ, বড় ভাইয়ের নাম আনোয়ার আর ছোট ভাই নুর হোসেন। কিন্তু ঠিকানা সম্পর্কে কিছু বলতে পারছে না ভিকটিম।

যদি মেয়েটির পরিচয় কারো জানা থাকে তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।