আশুলিয়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় হোটেল ব্যবসায়ীর আত্মহত্যা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : আশুলিয়ায় ঋনের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যা করেছে এক হোটেল ব্যবসায়ী। বুধবার সকালে আশুলিয়ার ধলপুর এলাকায় ভাড়া বাড়ি থেকে হারুন নামে ঐ হোটেল ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন

পরে উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

নিহত হোটেল ব্যবসায়ী হারুন মিয়া (৫০) তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার রাধাকান্ত পুর।

সে স্ত্রী সন্তান নিয়ে ধলপুর এলাকার জান্নাতুল ফেরদৌস এর বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতো।

ঘটনা সূত্রে জানাযায় নিহত হারুনের সংসারে অভাব থাকায় ঐ এলাকার কয়েকজন মানুষের নিকট থেকে টাকা পয়সা লাভের উপর নিয়ে হোটেল ব্যবসা শুরু করে।

মহামারি করোনার কারণে ব্যবসা বন্ধ থাকায় নিহত হারুন যাদের কাছ থেকে টাকা নিয়েছিলো সেই টাকা পরিশোধ করতে না পারায় পাওনাধাররা তাকে অপমান করলে সে অপমান সহ্য করতে না পেরে বুধবার ভোর রাতে হোটেল ব্যবসায়ী হারুন ঘরের সামনে থাকা লিচু গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করে।

এবিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার (উপ-পরিদর্শক) এস আই ইউনুস আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে
বলে জানান তিনি।