অস্রসহ ৩ ডাকাত আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : আজ ০৯ জুলাই ২০২১ তারিখ ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত আব্দুর রব বাহিনীর প্রধান আব্দুর রবসহ ০৩ ডাকাত সদস্যকে দেশীয় পিস্তল, দেশীয় অস্ত্র (একনলা পাইপগান ও দুইনলা বন্দুক), রামদা, পাইরোটেকনিক ও তাজাগোলাসহ আটক করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে কোস্ট গার্ড সদস্যগণ পাল্টা গুলি চালায় এবং তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাত দলের প্রধান মোঃ আব্দুর রব (৫৫) সহ ০৩ জন সক্রিয় সদস্যকে ০১ টি দেশীয় পিস্তল, ০১ টি দেশীয় একনলা পাইপগান, ০১ টি দেশীয় দুইনলা বন্দুক, ০৫ টি দেশীয় রামদা, ০৪ টি পাইরোটেকনিক ও ০৪ রাউন্ড তাজা গোলাসহ আটক করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।


বিজ্ঞাপন