সাবধান!! সাবধান!!! দয়া করে সচেতন হোন

জীবন-যাপন

আজকের দেশ রিপোর্ট : চারদিকে যেভাবে মানুষের করোনা আর অক্সিজেনের জন্য দৌড়াদৌরি ভয়ংকর অবস্থা।


বিজ্ঞাপন

এমন বিপদজনক পরিস্থিতি হাসপাতাল ও রোগীদের বাড়িতে না গেলে বোঝা মুশকিল।

যার বাড়িতে করোনা রোগী আছে সেই বুঝে কত ধানে কত চাল, বিপদ কত প্রকার!!

খুভ বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না, মাস্ক ছাড়া রাস্তায় বের হবেন না এবং জনবহুল জায়গায় অবশ্যই মাস্ক ব্যবহার করুন ও দূরত্ব বজায় রেখে চলুন।

ঈদের দিন গুলোতে আত্নীয় স্বজনের বাড়িতে ও বিভিন্ন লোকেশনে মনগড়া পরিকল্পনায় ঘোরাঘুরি থেকে দয়া করে বিরত থাকবেন।

আপনার নিজেকে ও পরিবারের সবাইকে করোনা ঝুকি থেকে বাঁচাতে এখনই সাবধান হোন, করোনা আক্রান্ত হলে তখন চিকিৎসা না পেয়ে সরকার ও অন্যদের দোষারোপ করলে আপনার কোন লাভ হবে না।

সবাই মিলে সচেষ্ট হলে ও নিজ নিজ দায়িত্ব পালন করলে করোনার সংক্রামণ হয়তো খুভ তাড়াতাড়ি কমে যাবে ও নিয়ন্ত্রণে আসবে এবং এই পৃথিবী আবার আগের মতো শান্তিপূর্ণ ও চঞ্চল হয়ে উঠবে। মহান আল্লাহ সহায় হোন।