দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯’ শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। তিন দিনব্যাপী (১-৩ জুলাই) দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল অ্যাসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরামের কনফারেন্সে ‘ইন্টার-পার্লামেন্টারি কো-অপারেশন:প্রিন্সিপলস, ট্রেন্ডস অ্যান্ড ইনস্টিটিউট’ শীর্ষক সেশনে বক্তৃতা করেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বুধবার সন্ধ্যায় মস্কোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন। ওই অনুষ্ঠানে স্পিকার উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *