সরিষাবাড়ীতে বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা রেজিস্ট্রেশনের উদ্বোধন

সারাদেশ

মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী : করোনা ভ্যাকসিন টিকা নিন,সুস্থ থাকুন,নিরাপদ থাকুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিধি মেনে বিনামূল্যে কোভিড-১৯ টিকা রেজিস্ট্রেশনের আয়োজন করা হয়।আজ শনিবার (২৪ জুলাই)সকাল ১১ টায় জামালপুরের সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট আওনা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা রেজিস্ট্রেশনের উদ্বোধন করা হয়েছে।এ ছাড়াও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ বিভিন্ন সেবা বাড়ী বাড়ী পৌছে দেয়া হয়।এসব সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা রেজিস্ট্রশনের কার্ড উপকারভোগীদের হাতে তুলে দিয়ে এর উদ্বোধন করেন।এ সময় আরও উপস্হিত ছিলেন পৌরসভার মেয়র মনির উদ্দিন,এড.মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক, আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন রাঙ্গা,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এর পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,উপজেলা যুবলীগের সদস্য ও কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সামিউল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন