কালিয়া-লোহাগড়ায় কাইজ্জার প্রস্তুতিকালে আটক ৩

অপরাধ

মো. রফিকুল ইসলাম, নড়াইল : কালিয়া ও লোহাগড়া থানা পুলিশ কাইজ্জার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

শুক্রবার ২৩ জুলাই, কালিয়া থানাধীন ৩ নং হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে সরকারি খাস জমির জলাসয় সহ এলাকার আদিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে কাদের মোল্লা(৫৫) পিং-মৃত মাসেম মোল্লা ও কাকা মোল্লা(৫২)পিং-সুরত মোল্লা পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন যাবত মনোমালিন্য সহ বিরোধ চলে আসছে।

তারই ধারাবাহিতায় শুক্রবার ২৩ জুলাই, সকালে উভয় পক্ষ মারামারির প্রস্তুতি কালে কাদের মোল্লা গ্রুপের ১/ হামিদ মোল্লা(৫৫) পিং-ইউসুফ মোল্লা, ২/ হযরত মোল্লা (২৬) পিং- হামিদ মোল্লা ও কাকা মোল্লা গ্রুপের ১/ আামিনুর শেখ (৩৮) পিং-মৃত-ইনতাজ মোল্লা উভয় সাং- চালিতাতলা দ্বয়কে কালিয়া থানা পুলিশ গ্রেফতার করে।

পরবর্তীতে কালিয়া সার্কেল এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আমানুল্লাহ আল বারী, আফিসার ও ফোর্স সহ এলাকায় অভিযান চালিয়ে ৮ টি ঢাল, ২ টি রাম দাঁ, ঝুপি ১৪, সড়কি ১৫ টি, চাটকি ১ টি, চায়নিজ কুরাল ১ টি উদ্ধার করেন।

অপরদিকে লোহাগড়া থানা লাহুড়িয়া ইউনিয়নের হেচলাগাতি গ্রামে কাইজ্জার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সড়কি,লাঠি, কয়েক বস্তা ইটের খোয়া উদ্ধার করেন। আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।