বরিশালের বাকেরগঞ্জে সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

সারাদেশ

বরিশাল প্রতিনিধি: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পরবর্তী সময়ে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. সাব্বির হোসেনের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ নলুয়া গ্রামের পতিত জায়গায় বেশ কিছু গাছের চারা রোপন করা হয়। করোনা ভাইরাস মহামারী ধারণ করায় সীমিত পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. শাহিন ইমতিয়াজ শাকিল খানসহ বেশকিছু সদস্য বৃন্দ।


বিজ্ঞাপন

সাব্বির হোসেন তাঁর অনুভূতিতে বলেন, বাংলাদেশের অন্যতম পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। বরিশাল জেলা মূলত উপকূলীয় জেলা হিসেবে পরিচিত। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের সকলের উচিত বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা। বরিশাল অঞ্চল নদী ভাঙ্গন, লবণাক্ত পানি, দখল ও দূষণে জর্জরিত। সকল সচেতন ব্যক্তি কে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বরিশাল জেলা কে রক্ষা করতে এগিয়ে আসতে হবে। আমরা খুব দ্রুত বাকেরগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করতে পারব বলে মনে করি।