মো. রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাজা, ১টি মোটর সাইকেল ও নগদ টাকাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
২৫ জুলাই, সকাল সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি সুকান্ত সাহা নড়াইলের তত্ত্বাবধানে এস আই দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নড়াইল নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে অভিযান চালিয়ে মোঃ সেরেগুল ইসলাম সেতু (৩৬), পিং মৃত মিজানুর রহমান মোল্লা, সাং- বুড়িখালী, থানা ও জেলা নড়াইল গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে মোটর সাইকেলে যোগে যাবার সময় আসামির বাড়ির পাশে রাস্তার উপর থেকে গ্রেফতার করেন
আসামির নিকট থেকে ১, কেজি ৫০০ গ্রাম গাঁজা, ও মাদক বহনকারী একটি বাজাজ CT- 100 মটরবাইক, নগদ- ৮০০০/-( আট হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়৷ আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।