মাসে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা

এইমাত্র স্বাস্থ্য

বিশেষ প্রতিবেদক : দেশে ৮ কোটি ডোজ ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে। আগামীতে প্রতিমাসে এক কোটি লোককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা হচ্ছে।


বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে নির্মাণাধীন ফিল্ড হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের ব্যবস্থাপনা নিয়ে আজই স্বাস্থ্য অধিদফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আমরা যাচাই করেছি, আগামী দিনগুলোতে কোন দেশ থেকে কত ভ্যাকসিন পাব। সব মিলিয়ে আমাদের হিসাবে ২১ কোটির মতো ভ্যাকসিনের ব্যবস্থা করা আছে।

এই ২১ কোটি ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা, রাখার ব্যবস্থা এবং জনবলের যে ব্যবস্থা সেই পরিকল্পনা আমরা করেছি।তিনি বলেন, ‘দেশে সবমিলিয়ে ৮ কোটি ডোজ ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা রয়েছে। তাপমাত্রা সেনসিটিভ ভ্যাকসিনও প্রায় ৩০ লাখ সংরক্ষণের ব্যবস্থা আছে।

আরও কিছু ফ্রিজের অর্ডার করা হয়েছে। সেগুলো আসলে এই তাপমাত্রা সেনসিটিভ ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থাও সব মিলিয়ে কোটির কাছে চলে যাবে।’

‘প্রতি মাসে এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্ল্যান হচ্ছে আমাদের’— বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।