প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে জেলা প্রশাসক খুলনার ভার্চুয়াল সভা

খুলনা

মামুন মোল্লা, খুলনা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস মহোদয়ের সভাপতিত্বে দেশের প্রান্তিক পর্যায়ে বসবাসরত জনগোষ্ঠির মধ্যে দ্রুত সময়ে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করার জন্য বিভিন্ন মন্ত্রনালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জনপ্রতিনিধিদের সমন্বেয়ে অদ্য বুধবার ৪ আগস্ট একটি ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

জেলা প্রশাসক, খুলনার সম্মেলন কক্ষ থেকে উক্ত সভায় যুক্ত হন মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনা, মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনাসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন

যথাসময়ে দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিতকল্পে সরকার কাজ করে যাচ্ছে; আসুন যথাসময়ে ভ্যাকসিন গ্রহণ করি; করোনা প্রতিরোধে সচেতন হই।