সাংবাদিক জহুরুল আলম জাবেদের বড় বোন করোনায় মারা গেলেন

জাতীয় জীবন-যাপন

নিজাম উদ্দিন : আগষ্ট সকাল সাড়ে এগারোটায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিডে আক্রান্ত হয়ে স্বামী সহ, এক কন্যা,এক পুত্র ও নাতি রেখে ৫৩ বৎসর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সাংবাদিক জহুরুল আলম জাবেদের বড় বোন ছালেহা ফাতেমা। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
এসময় দোয়া ও মুনাজাতের মাধ্যমে আল্লাহর নিকট মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন জানাজায় উপস্থিত ধর্মপ্রান মুসল্লিগন।


বিজ্ঞাপন

গতকাল ৭ আগষ্ট ঢাকার মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডে বিকেল ৩.৩০ ঘটিকায় প্রথম জানাজা শেষে কিশোরগগঞ্জ পাকুন্দিয়া পৌরসভার মধ্যপাড়ায় অবস্থিত মরহুমার নানা হাজী সুরুজ বেপারী প্রতিষ্ঠিত এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে রাত ৮ ঘটিকায় ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।


বিজ্ঞাপন

এসময় দোয়া ও মুনাজাতের মাধ্যমে আল্লাহর নিকট মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন জানাজায় উপস্থিত ধর্মপ্রান মুসল্লিগন।