জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে জাতীয় শ্লোগান করার দাবি

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের জাতীয় স্লোগান হওয়া সময়ের দাবী। যদিও এখনও গুরুত্বপূর্ণ সময়ে এই মহান স্লোগানের অনুশীলন চলমান।


বিজ্ঞাপন

যদি মুক্তিযুদ্ধ না হত, যদি জয় বাংলার ধ্বনি সারা বাংলায় প্রকম্পিত না হত, যদি জয় বাংলা সবার আবেগ ও অনুভূতিতে তুমুল করাঘাত না করত তবে মনে রেখ বাংলাদেশ জন্ম হত না। আমাদের সবাইকে পরাধীন হয়ে বেড়ে উঠতে হত।

যারা মুক্তিযুদ্ধ করে দেশকে হায়েনাদের থেকে মুক্ত করেছেন ও স্বাধীন দেশের জন্ম দিয়েছেন তারা কি জয় বাংলা স্লোগান দেন নি, তারা কি জয় বাংলা স্লোগানের মাধ্যমে সামনে এগিয়ে যান নি?? তাহলে এই স্লোগান মুক্তিযুদ্ধা ও সকল মানুষের মহান স্লোগান।

যারা বা যে কোন সংগঠন মহান স্লোগান “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান নিয়ে আপত্তি ও ঠাট্টা করে থাকেন তারা এখনো বাংলা মায়ের সুযোগ্য সন্তান হন নি।

আসলে তাদের বুকের ভিতর বাংলাদেশের জন্য চেতনার জন্ম নেয় নি। তাদের বেশি বেশি শিখতে হবে ও জানতে হবে। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস নিয়ে বিস্তারিত বৃহৎ পাঠ প্রয়োজন।