সেন্সর ছাড়পত্র পেল “আগস্ট ১৯৭৫”

বিনোদন

বিনোদন প্রতিবেদক : সেন্সর ছাড়পত্র পেয়েছে শামীম আহমেদ রনী/সেলিম খান পরিচালিত “আগস্ট ১৯৭৫” ছবি৷ এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে শাপলা মিডিয়া৷


বিজ্ঞাপন

এর আগে শাপলা মিডিয়া থেকে একই নির্মাতাকে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের তরুণ বয়সের জীবনী অবলম্বনে নির্মিত হয় “টুঙ্গিপাড়ার মিয়াভাই” ছবি৷


বিজ্ঞাপন

যা রিলিজের পর প্রায় সব জায়গা থেকেই নেগেটিভ রেসপন্স পায়৷ এখন দেখার বিষয় এরকম একটি সেনসিটিভ সাবজেক্ট তারা কিভাবে সিনেমার পর্দায় তুলে ধরে!