মো.জাকির হোসেন রনি : আপনাকে নিয়ে কি লিখবো, কত কথা লিখবো কেনটা রেখে কি মনে করবো কতযে স্মৃতি মাথার ঘুরছে, ষোল বছরের কত কথা! সব বলবো একদিন! কিন্তু আপনার মৃত্যু সংবাদ জানাতে হবে এটা কখনো ভাবিনি আমার পান্নু ভাই…বারবার চোখ ঝাপসা হয়ে যায়।
ঢাকা-মিটফোর্ডের আলিফ-লাম-মিম মেডিসিন প্লাজা’র সাধারণ সম্পাদক, এম.এম. মেডিসিন হাউজ এর স্বত্বাধিকারী “মোখলেছুর রহমান পান্নু” ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)।
ঘনিষ্ঠ এই সহকর্মীর মৃত্যুতে সমগ্র কেমিস্ট পরিবার সমব্যথী, মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।