কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : খুলনা মহানগর পুলিশ এর মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় খুলনা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ সাদ্দাম গাজী(৩৩), পিতা-মৃত: ইব্রাহীম গাজী, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা; ২) মোঃ জাহিদুল ইসলাম সনু(৩০), পিতা-মৃত: শহর আলী শেখ, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা; ৩) আলেয়া বেগম(৫৭), স্বামী-আঃ সালাম মোড়ল, সাং-বাগমারা দক্ষিণ খালপাড়, থানা-খুলনা; ৪) লিটু মন্ডল(২৮), পিতা-বিধান মন্ডল, সাং-খড়িয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ৫) মোঃ হৃদয় শেখ(২০), পিতা-মোঃ খোকন শেখ, সাং-সুগন্ধী কুন্ডু পাড়া, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি সাং-গোয়ালখালী মেইন রোড সংলগ্ন, থানা-খালিশপুর; ৬) ইমরান@নানকা ইমরান(২৪), পিতা-মুনসুর হোসেন, সাং-হাউজিং পুরাতন কলোনী, থানা-খালিশপুর; ৭) মোঃ সাজ্জাদ(২৫), পিতা-মৃত: কলিম উদ্দিন, সাং-হাউজিং বাজার, থানা-খালিশপুর; ৮) মোঃ হাসান শেখ(২২), পিতা-মোঃ রুহুল শেখ, সাং-মানিকনগর ফয়লা, থানা-রামপাল, জেলা-বাগেরহাট, এ/পি সাং-যোগীপোল ৮নং ওয়ার্ড, থানা-খানজাহান আলী এবং ৯) মোঃ আশিকুর রহমান(২৬), পিতা-মোঃ ওমর আলী, সাং-নিজামকান্দি, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-জাব্দীপুর ৫নং ওয়ার্ড, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।