শরীয়তপুরে মসজিদ ভিত্তিক জনসচেতনতা মুলক প্রচারণা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে পবিত্র আশুরা পালন ও করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধ এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধকল্পে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারনা শুরু করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল ২০ আগস্ট শুক্রবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান তত্ত্বাবধানে জেলার সকল থানা ও বিট এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে জেলা পুলিশের উদ্যোগে পবিত্র আশুরা পালন, করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধ, ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধকল্পে, বিট পুলিশিং কার্যক্রম ও ২১ আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারনা করা হয়।

এ সময় মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবিএম রশীদুল বারী, অফিসার ইনচার্জ, ভেদরগঞ্জ থানা, শরীয়তপুর, আসাদুজ্জামান হাওলাদার, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, মোঃ শরীফ আহমেদ, অফিসার ইনচার্জ, ডামুড্যা থানা, শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।