নিজস্ব প্রতিনিধি : সোমবার ২৩ আগস্ট বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় টংগিবাড়ি উপজেলার বালিগাও বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
দুইটি বেকারি ও একটি ফার্মেসিতে মনিটরিং করা হয়। ফার্মেসীটিতে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে ।
বেকারি দুইটি তে দেখা যায়, কেক এ উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ এম আর পি উল্লেখ করা হচ্ছে না।
টাইলসের দোকানে মনিটরিং করা হয়, টাইলসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা দেয়া হয়।
প্রতিষ্ঠান তিনটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।