দক্ষতা বৃদ্ধিতে মোবাইল সিডিআর ও ট্র‍্যাকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উদ্যোগে আয়োজিত হল প্রশিক্ষণরত পিএসআইদের দক্ষতা বৃদ্ধিতে মোবাইল সিডিআর ও ট্র‍্যাকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।


বিজ্ঞাপন

সোমবার ২৩ আগস্ট, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মোঃ শামসুল আলম।


বিজ্ঞাপন

এই কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা মোবাইল ডাটা এনালাইসিস করে অপরাধী সনাক্ত করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। এতে অপরাধ নিয়ন্ত্রণ সহজতর হবে। যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার)। এসময় সেখানে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।