নাইক্ষানছড়িতে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ১লাখ ৩৫ হাজার পিছ ইয়াবাসহ এক পুরাতন রোহিঙ্গা নাগরিক মাদক কারবারী কে আটক করেছেন পুলিশ।


বিজ্ঞাপন

গতকাল বুধবার ২৫ আগস্ট রাতে বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার এর দিকনির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে সোনাই ছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহজাহান, এস,আই নুর ইসলাম, এসআই অরুন কুমার চাকমা,এসআই রাকিবুুল ইসলাম, এএসআই আবদুল মতিন, খাদেমুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, মনির হোসেনসহ পুলিশের একটি বিশেষ অভিযানিক দল নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫নং সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বৈদ্যছড়া এলাকায় অভিযান পরিচালনা করে হাতেনাতে এসব ইয়াবাসহ বৈদ্যছড়া এলাকার পুরাতন রোহিঙ্গা নাগরিক আবদু রশিদের পুত্র আনোয়ার হোসেন(২২) কে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।


বিজ্ঞাপন

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরো বলেন,মাদক কারবারি যতই ক্ষমতাধর হউক না কেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।