যশোরে ফেনসিডিলসহ গ্রেফতার ৪

অপরাধ

মো. সুমন হোসেন, যশোর : গতকাল বুধবার ২৫ আগষ্ট ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২০:৩০ ঘটিকায় শার্শা থানাধীন পাঁচভুলাট সাকিনস্থ খলসীবাজার টু গোগা গামী রাস্তার নতুনহাট বটতলা (ধেরেখালী) পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) হাসান মন্ডল (২৮), পিতা- আবুল বাশার, (২) আঃ জলিল মোড়ল (৩৫), পিতামৃত- হাসেম আলী মোড়ল, (৩) সাত্তার আলী বিশ্বাস (৩৭), পিতামৃত- গোলাম হোসেন, (৪) চিন্টু হোসেন (৩০), পিতা- জামাল উদ্দিন, সর্বসাং- পুটখালী, থানা- বেনাপোল, জেলা-যশোরদের ৭০ (সত্তর) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,১০,০০০/= (দুই লক্ষ দশ হাজার) টাকা। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


বিজ্ঞাপন