স্বাস্থ্যের ডিজির নীলফামারীর ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন

স্বাস্থ্য

বিশেষ প্রতিনিধি : গতকাল ২৬ আগস্ট, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের নেতৃত্বে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করে।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের টিম নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় হাসপাতালের সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারকরণে মহাপরিচালক সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, “যেকোন কিছুর শুরুতে কিছু সমস্যা থাকে কিন্তু সকলে মিলে চেষ্টা করলে সব কিছু সুন্দর হবেই।” তাঁর বক্তব্যে তিনি কোভিডে নিবেদিত চিকিৎসকগনের কর্মনিষ্ঠা ও সাহসকে উৎসাহিত করেন।

এসময় মহাপরিচালক নীলফামারী সিভিল সার্জন অফিসের নতুন সভাকক্ষ ও মুজিব কর্নার উদ্বোধন করেন এবং নীলফামারী জেলার সকল ইউএইচএফপিও “জীবিতের থেকেও অধিক জীবিত তুমি” শীর্ষক স্মরণিকা প্রদান করেন।