কখন বুঝবেন আপনি কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন?

স্বাস্থ্য

আজকের দেশ রিপোর্ট : কোভিড মুক্ত ঘােষণার জন্য দ্বিতীয় বা তৃতীয় বার RT-PCR for Covid-19 করার একটা ট্রেন্ড খুব জনপ্রিয় আমাদের দেশে। আমাদের দেশ একটি |Resource poor country, যেখানে ডায়াগনােসিস করার জন্য অফুরন্ত সুযােগ নাই সেখানে এথেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিশেষ কিছু প্রয়ােজন ছাড়া এটা বন্ধ হওয়া উচিত।


বিজ্ঞাপন

WHO এবং CDC খুব পরিষ্কার গাইডলাইন দিয়েছে।


বিজ্ঞাপন

WHO এর মতে, যাদের কোন লক্ষণ নেই, কিন্তু টেস্ট করার পর (যেমন বিদেশ যাওয়ার জন্য টেস্ট করলেন) পজিটিভ আসছে, তাদের স্যাম্পল নেয়ার ১০ দিন পর কোভিড মুক্ত হিসেবে ধরা হবে।

যাদের শুধু সাধারণ জ্বর, কাশি, তাদের লক্ষণ শুরুর ১৪ দিন পর (শর্ত হচ্ছে, যদি ৩ দিন যাবৎ কোন জ্বর বা শ্বাসকষ্ট না থাকে তাহলে) কোভিড মুক্ত হয়েছেন বলা যাবে।

যারা মারাত্মক কোভিডে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তারা র লক্ষণ শুরুর ২১ দিন পর (শর্ত হচ্ছে, যদি ৩ দিন যাবৎ জ্বর বা শ্বাসকষ্ট না থাকে ক তাহলে) কোভিড মুক্ত হয়েছেন বলা যাবে।

CDC পরিষ্কার বলেছে মাইল্ড-মডারেট কোাভিডে ভাইরাস সক্রিয় থাকে ১০ দিন,
সিভিয়ার কোভিডে ১০-২০ দিন।

দুই অথােরিটি একত্রিত করলে দাঁড়ায় মাইল্ড-মডারেট কোভিডে দুই সপ্তাহ, সিভিয়ার র কোভিডে তিন সপ্তাহ আইসােলেশন যথেষ্ট।

আরেকটি তথ্য, আক্রান্ত ব্যক্তি তিনমাস পর্যন্ত RT-PCR for Covid-19 পাজটিভ হতে পারেন এবং এটা ভাইরাসের সংক্রমণ ক্ষমতাহীন RNA fragments এর জন্য এটা হতে পারে।