দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : দেশে আজ মোট ১৩টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ (১টি অভিযান, ১২টি দপ্তরে পত্র প্রেরণ) করেছে দুদক।
অথরাইজড অফিসার ও সহকারী প্রকৌশলী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীদ্বয়ের বিরুদ্ধে জাল নকশা অনুমোদন দিয়ে রাজশাহীতে নূর টাওয়ার নামে নয়তলা ভবন নির্মাণে সহযোগিতা করার অভিযোগের বিষয়ে জনাব মোঃ আল-আমিন, সহকারী পরিচালক, জনাব সুদীপ কুমার চৌধুরী, উপসহকারী পরিচালক ও জনাব মোঃ মাহবুবুর রহমান, সহকারী পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এর সমন্বয়ে গঠিত টিম অদ্য ৮/৯/২১ খ্রি. তারিখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে অভিযান পরিচালনা করে। টিম উক্ত ভবনের রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে দেখতে পান যে, গত ২২/২/২০১৭ খ্রি. তারিখে বেজমেন্টসহ মোট ০৯ তলা ভবনের নক্সা অনুমোদনের জন্য আবেদন করলে ফায়ার সর্টিফিকেট না থাকার কারণে কর্তৃপক্ষ নক্সাটি অনুমোদন করেনি। পরবর্তীতে সরেজমিনে উক্ত ভবন পরিদর্শনে দেখা যায়, ভবন নির্মাণের জন্য মালিক পক্ষ হতে পাওয়ার অফ এটর্নী প্রাপ্ত ডেভলপার প্রতিষ্ঠান নর্থ প্রোপার্টিজ নক্সা অনুমোদন না নিয়েই জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নক্সা তৈরী করে উক্ত ভবন নির্মাণ করে। উক্ত বিষয়ে অথরাইজড অফিসার টিমের নিকট দ্রুত আরডি এর পরবর্তী সভায় ভবনটির নথি উপস্থাপনপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। এ ব্যাপারে পরবর্তীতে আরো তথ্য প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।


বিজ্ঞাপন

এছাড়া, প্রভাষকের বিরুদ্ধে ভুয়া নিবন্ধন সনদ সৃজনপূর্বক চাকরি গ্রহণ করে বেতন-ভাতা উত্তোলন; শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি গ্রহণপূর্বক বেতন-ভাতা উত্তোলন; রেলওয়ে কর্মচারীর বিরুদ্ধে দুইটি জাতীয় পরিচয়পত্র সৃজনপূর্বক চাকরি গ্রহণ করে বেতন-ভাতা উত্তোলন; রেলওয়ে কর্মচারীর বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট সৃজনপূর্বক একাধিক সরকারি চাকরি গ্রহণ করে বেতন-ভাতা গ্রহণ; রেলওয়ে কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে হাজিরা খাতায় নাম ঘষামাজা করে স্থায়ীকরণ; তহশিলদারের বিরুদ্ধে জমির নামজারি সম্পাদনে ঘুষ গ্রহণ ও নানা অনিয়ম-দুর্নীতি; ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ঘুষ নেওয়া; ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক ব্যক্তি সম্পত্তির উপর দিয়ে রাস্তা তৈরি; ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাত; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল বিতরণের নামে অর্থ আদায়পূর্বক আত্মসাত; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বয়স্ক ভাতার কার্ড প্রদানের নামে ঘুষ আদায়; স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মসজিদ নির্মাণের জন্য দানকৃত জমি অবৈধভাবে দখলের অভিযোগে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; জেনারেল ম্যানেজার, বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল; উপজেলা নির্বাহী অফিসার, বালাগঞ্জ, সিলেট; উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা, কুমিল্লা; উপজেলা নির্বাহী অফিসার, গৌরীপুর, ময়মনসিংহ; উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ; উপজেলা নির্বাহী অফিসার, কলারােয়া, সাতক্ষীরা; উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, নােয়াখালী; উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরাসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে উল্লেখিত অভিযোগসমূহের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।