চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) ।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) মোঃ জাকির হোসেন খান, পিপিএম।


বিজ্ঞাপন

সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ।

সভায় চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।