নিজস্ব প্রতিনিধি : গতকাল ১০ সেপ্টেম্বর রাত্রী সাড়ে ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম (সিও, র্যাব-৯) এবং মেজর মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা, ষ্টেশন রোডের সামনে অবস্থিত আকদ্দস রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তি ১। মোঃ শাহাব উদ্দিন (৩৮), পিতা- মৃত আরজু মিয়া, সাং- ছবদলপুর উত্তর পাড়া, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট এর হেফাজত হইতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ০.০৫৮ কেজি উদ্ধার পূর্বক জব্দকরতঃ মোঃ শাহাব উদ্দিন (৩৮) কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৮(গ) ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামত সমূহ এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।