নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির বায়েজিদ বোস্তামী থানার এএসআই/ সৈয়দ আবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ শনিবার ১১ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টার সময় সময় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন মিদ্দাপাড়া রোডস্থ আব্দুল জলিল প্রঃ চাঁন মিয়া এর চায়ের দোকানের রুমের ভিতর অভিযান পরিচালনা করে নগদ ৪,১৯০ টাকা ও ০৩ সেট তাস সহ ১। মোঃ আব্দুল জলিল প্রঃ চাঁন মিয়া (৪০), ২। মোঃ সোহেল (২৮), ৩। মোঃ মনির (৩৮), ৪। মোঃ আশরাফুল (২৬), ৫। রুবেল কুমার নাথ (৩০), ৬। মোঃ লিটন (৪৬), ৭। মোঃ হোসেন (৩৭), ৮। মোঃ মিন্টু (৩০), ৯। মোঃ নাছির (৩৪)’দেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।