কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১,৭০০ টাকাসহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম(৩০), পিতা-মৃত: গোলাম মোস্তফা, সাং-বোলতলী, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি সাং-হঠাৎ বাজার বালুর মাঠ, থানা-লবণচরা, মোঃ মিল্টন শেখ ওরফে মিল্টন মন্ডল(৩৩), পিতা-অরুন মন্ডল, সাং-কাকমারি, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-কলাবাগন শান্তিনগর, থানা-সোনাডাঙ্গা মডেল; তানিয়া বেগম বৃষ্টি(২৭), পিতা-সিরাজুল শেখ, সাং-নয়াকান্দি, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-কলাবাগন শান্তিনগর, থানা-সোনাডাঙ্গা মডেল এবং মোঃ ফারুক ব্যাপারী(৩৮), পিতা-মৃত: সাত্তার ব্যাপারী, সাং-মানিকতলা সাহেবপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের কে মহানগরীর সোনাডাঙ্গা মডেল দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১,৭০০ টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।