সিলেটে পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার এর শ্রীমঙ্গল থানার মামলা নং- ৩৪/৩১২, তারিখ- ২৪ সেপ্টেম্বর, ধারা- ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩) মূলে এই মামলার গ্রেফতারকৃত আসামী এজাহারে অভিযুক্ত হওয়ায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ০৫ নং কালাপুর ইউপির কাকিয়াবাজার জামে মসজিদ এর সামনে মৌলভীবাজার হইতে শ্রীমঙ্গল গামী রাস্তার উপর হইতে ১। আহমেদ আসিফ বকস্ (২৯), পিতা- আনোয়ার বকস্, সাং- সিরাজনগর (হাজিবাড়ি), থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার’কে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

উক্ত আসামী অশ্লীল স্থিরচিত্র, ভিডিও ধারণ ও তা মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করার অপরাধে র‌্যাব-৯ কর্তৃক গ্রেফতার হয়। আসামীর হেফাজতে রক্ষিত মোবাইল ফোন সহ জব্দ তালিকা মূলে ক। মেসেঞ্জার এর স্ক্রীনশর্ট- ০৫কপি, খ। হোয়াটস্অ্যাপ এর স্ক্রীনশর্ট- ১৩কপি, গ। মোবাইল- ১টি, ঘ। সীমকার্ড- ১টি জব্দ করে।


বিজ্ঞাপন

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামতসমূহ সহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন