গৃহিণীদের খাদ্যের নিরাপদতা সম্পর্কিত সম্যক ধারণা প্রদান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, গাজীপুর কর্তৃক অত্র জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় গত বুধবার ২৯ সেপ্টেম্বর গৃহিণীদের সাথে উঠান বৈঠক আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

উক্ত বৈঠকে জেলা নিরাপদ খাদ্য অফিসার তানজিনা আফরিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও পরিবেশনের বিষয়ে গৃহিণীদের খাদ্যের নিরাপদতা সম্পর্কিত সম্যক ধারণা প্রদান করেন।

এতে আরও উপস্থিত ছিলেন অত্র উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত হোসেন, তথ্য সেবা অফিসার (তথ্য আপা প্রকল্প) সোহা তামান্না এবং জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী জনাব তাসমিয়া হক সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণার্থী গৃহিণীরা উঠান বৈঠকের মাধ্যমে অর্জিত খাদ্যের নিরাপদতা সম্পর্কিত জ্ঞান প্রাত্যহিক জীবনে মেনে চলার পাশাপাশি তাদের পরিবারের সদস্য ও সমাজের অন্যান্যদের সচেতনতা বৃদ্ধিতে ভুমিকা রাখবে মর্মে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।