টেকনাফে ৫০,০০০পিস ইয়াবাসহ আটক ৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ৭অক্টোবর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক যানবাহন তল্লাশী করে ৪ জন আসামীসহ ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোষ্টে একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশীর কার্যক্রম পরিচালনা করছিল।


বিজ্ঞাপন

আনুমানিক সাড়ে ৯ টায় টেকনাফ হতে কক্সবাজারগামী ৪ জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে গাড়ী হতে নামিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হলে তাদের স্বীকারোক্তিতে পায়ের উপরিভাগে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীরা যথাক্রমে মোঃ জিহাবুল (২৪), পিতা-মোঃ আলী আহমদ (৬০), গ্রাম-মধ্যম গুদার বিল, পোষ্ট- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। মোঃ রবিউল আলম (২০), পিতা- মৃত সাকের, ২৭ নম্বর জাদিমোড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ক্যাম্প, ব্লক-এ/৬, এফসিএন নম্বর-২৬৯১১৬, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। মোছাঃ মনোয়ারা বেগম (২৮), স্বামী-মোঃ নুর ইসলাম (৩০), পিতা-মোঃ হোসেন আলী (৫৪), গ্রাম- কায়ুকখালী পাড়া, পোষ্ট- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, এবং মোছাঃ হাসিনা বেগম (৩৫), স্বামী – মোঃ মনির আহমদ (৫০), পিতা-মোঃ ওমর হাকিম (৮০), গ্রাম- সড়ক রাস্ত পাড়া, পোষ্ট- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

আটককৃত আসামীদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।