নিজস্ব প্রতিবেদক : লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট; ডগলাস আলেকজান্ডার আন্তর্জাতিক সার্ভিস কমিউনিটির অন্যান্য সংগঠন এর সাথে যৌথভাবে একটি সেবামূলক কাজের আহ্বান করেছিলেন গত ১০ থেকে ১৬ই অক্টোবর এর মধ্যে। শিরোনাম দিয়েছিলেন “Celebrate Community”
তারই আহবানে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ইয়াং, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, যৌথভাবে
“সেলিব্রেট কমিউনিটি ” এই শিরোনামে ” ফুড ডিসট্রিবিউশন ” প্রোগ্রাম এর উদ্যোগ নিয়েছে রোটারীক্লাব অব ঢাকা প্যারাগন, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১, রোটারি ইন্টারন্যাশনাল এর সাথে যৌথ উদ্যোগে।
শনিবার ১৬ই অক্টোবর, আয়োজিত এই যৌথ সার্ভিস প্রোগ্রামটি রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাড়ে তিনশত (৩৫০) অসহায় ও সুবিধাবঞ্চিত ভাসমান মানুষদের রাতের খাবারের আয়োজন করা হয়েছিলো।
অত্যন্ত সুশৃংখল ও সফল এই আয়োজনে উপস্থিত ছিলেন লায়ন্স ও রোটারী ক্লাবের নেতৃবৃন্দ।
তারা ভবিষ্যতে এধরনের আরো যৌথ সার্ভিস প্রোগ্রাম আয়োজন এর আশাবাদ ব্যক্ত করেছেন।