খালিশপুর থানা পুলিশকে নগদ অর্থ পুরস্কার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার ১৮ অক্টোবর দুপুর ২ কেএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা খালিশপুর থানার ২ (দুই) টি সাজা প্রাপ্ত পরোয়ানার জিআর নং- ৪৪২/১৭, দায়রা-৪৬৩/১৮ সংক্রান্তে মহানগর দায়রা জজ খুলনা আদালত কর্তৃক মাদক মামলায় ২০ (বিশ) বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদন্ড, অনাদায়ে ৬ (ছয়) মাসের কারাদন্ড এবং জিআর নং-৪৯/১৮ সংক্রান্তে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খুলনা ২(দুই) বছর ১ মাসের সশ্রম কারাদন্ড ও ১০, ০০০ (দশ হাজার) টাকা জরিমানা ও অনাদায়ে ১ (এক) মাসের সশ্রম প্রাপ্ত কারাদণ্ড পলাতক আসামী ১) এফ এম হাদিউজ্জামান ওরফে আরিফ(৪৫) কে কুষ্টিয়া থেকে ২ (দুই) টি বিদেশী পিস্তল, ৩ (তিন) টি ম্যাগাজিন, ২ (দুই) টি গুলির খোসাসহ গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ অফিসার ইনচার্জ (খালিশপুর থানা) মোঃ কামাল হোসেন খাঁন, এসআই(নিঃ) আঃ হালিম, এসআই(নিঃ) রফিকুল ইসলাম, এসআই(নিঃ) আজাদুর রহমান এবং এএসআই(নিঃ) নুরুজ্জামান কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।


বিজ্ঞাপন

এ-সময় উপস্থিত ছিলেন কেএমপি’র বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।


বিজ্ঞাপন