শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউটে আলোচনা সভা

জাতীয়

বিশেষ প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ছিল গতকাল ১৮ অক্টোবর । এ বছর থেকে দিবসটি ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।


বিজ্ঞাপন

‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে মঙ্গলবার ১৯ অক্টোবর ঢাকার মহাখালিতে অবস্থিত ‘শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল’ এর সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহিদ মালেক, এমপি, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে এবং কেক কেটে শেখ রাসেল এর জন্মদিন উদযাপন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নং বাড়িতে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল।

বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।