খালে ময়লা ফেললেই জেল

রাজধানী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কেউ খালের মধ্যে বাসা-বাড়ির ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল ফেললে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত করা হবে। তাদেরকে জেল-জরিমানার পাশাপাশি প্রয়োজনে কারাদ- দেওয়া হবে।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ‘এখন থেকে সিসিটিভির মাধ্যমে সব দেখা হবে। কারা কারা খালে ময়লা ফেলছে, সব দেখা হবে। সেই অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি সিসিটিভিতে দেখি কেউ এই রাস্তায় এসে ময়লা ফেলে গেছে বা খালে আবর্জনা ফেলছে সঙ্গে সঙ্গেই তাদের ধরা হবে। কেউ ছাড় পাবে না।’


বিজ্ঞাপন